ঈদ ঘিরে নারায়ণগঞ্জে জমে উঠেছে বিপণিবিতান

ঈদ ঘীরে নারায়ণগঞ্জে জমে উঠেছে বিপণিবিতানগুলো | এখন টিভি
0

রমজানের শুরু থেকেই জমে উঠেছে নারায়ণগঞ্জের বিপণিবিতানগুলো। যানজট, ক্রেতার চাপ, ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে ক্রেতারা আগেভাগেই আসছেন বিভিন্ন শো-রুমে। বিক্রেতারা বলছেন, ঈদের আগে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শপিংমলগুলোতে বেচাকেনা বাড়বে।

ঈদ আসলেই পরিবার, স্বজনের জন্য কেনাকাটায় ব্যস্ত হয়ে ওঠে সবাই। ঢাকার আশপাশের জেলাগুলোতেও জমে উঠেছে কেনাকাটা। নারায়ণগঞ্জের বিপণীবিতানে রয়েছে ক্রেতার বাড়তি সমাগম।

ক্রেতারা বলছেন,পণ্যের দর আকাশছোঁয়া। কেউ কেউ জানান, শেষ দিকের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে পছন্দনীয় পোশাক সংগ্রহ করতেই শপিংমলে আসা।

একজন ক্রেতা বলেন, 'ঈদ উপলক্ষে কিনতে গলে তো খরচ একটু বেশি পড়বে, এটা স্বাভাবিক।'

বিক্রেতারা জানান, এ বছর ফ্যাশন ট্রেন্ডে বৈচিত্র্যের মিশেল। ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে লিনেনের কুর্তি,কামিজ, হালকা প্যাস্টেল শেডের থ্রি পিস। উৎসবের আবহে মূল আকর্ষণ হয়ে আছে পাঞ্জাবি, শাড়ি, আরামদায়ক অনারকলি, কাফতান।

একজন বিক্রেতা বলেন, 'গতবারের তুলনায় এবার আমরা মোটামুটি বেশি বিক্রি আশা করছি। এবার আরও ভালো হবে বলে আশা করছি।'

আগামী সপ্তাহ থেকে বিক্রি দুই তিন গুণ বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা।

এসএস