বনানীতে লরির ধাক্কায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধে তীব্র যানজট

বনানীতে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ সহকর্মীদের | এখন
0

রাজধানীর বনানীর চেয়ারম্যান-বাড়ি এলাকায় লরির ধাক্কায় মারা গেছেন দুই নারী পোশাক শ্রমিক। আজ (সোমবার, ১০ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

তবে ঘাতক কোন পরিবহনের সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

জানা গেছে, কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুই পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে চেয়ারম্যানা-বাড়ি এলাকার দুই পাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এতে ওই এলাকায় বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সড়কে যান চলাচল। দেখা দিয়েছে তীব্র যানজট। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী নগরবাসী। সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চালু করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল।

মহাখালী-বনানী-গুলশান-কুড়িল-এয়ারপোর্টসহ আশপাশের এলাকা পুরোপুরি যানজটে বন্ধ হয়ে গেছে। চার ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক করা যায়নি এসব এলাকার যান চলাচল। এতে করে অফিস টাইম মিস হওয়ার পাশাপাশি অনেকে ফ্লাইট মিস করেছেন বলে আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ইএ