রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, জাতীয় প্রেসক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর-২সহ রাজধানীর ১৫টি স্থানে সিটি গ্রুপের ট্রাকের মাধ্যমে ২ থেকে ৪ লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনছেন ক্রেতারা।
পুরো রমজান মাসজুড়ে বাজারের চেয়ে কম দামে সিটি গ্রুপের বিশেষ মূল্যছাড়ে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তারা বলছেন, বিশেষ সময়কে কেন্দ্র না করে সারাদেশে এমন আয়োজন থাকুক বছরব্যাপী। সেই সাথে পণ্যের তালিকা আরো বাড়ানোর আহ্বানও জানান ক্রেতারা।