গতকাল (বুধবার, ৫ মার্চ) মধ্যরাতে আগুনের সূত্রপাত। রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর, দোকানসহ দু'টি দূরপাল্লার বাস। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কেউ হতাহত না হলেও দোকান ও বস্তিতে পুড়ে যায় ব্যাপার সংখ্যক মালামাল। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা এ আগুনে ঘটনা ঘটে।
রান্নার গ্যাস থেকে আগুন লাগতে পারে বলেও জানান তারা।