জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ভলকার তুর্কের

দেশে এখন
0

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন-নির্যাতনের বিচার ও তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এছাড়া আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে মনে করেন তিনি। আজ (বুধবার, ৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

আন্দোলনের সময় আহতদের সঙ্গে নভেম্বরে সাক্ষাতের বিষয় উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, 'এদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান কর্তব্য।'

বাংলাদেশে গত বছর অর্থাৎ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে সব ঘটনা ঘটেছে তার বিচার ও তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার।

এসএস