আজ (মঙ্গলবার, ৫ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। তাদের সঙ্গে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যা ও বিগত আওয়ামী লীগ সরকারের গুম-খুন নিয়ে দীর্ঘদিন সোচ্চার ছিলেন তারা। ন্যায়বিচারের জন্য তারা পরামর্শ দেবেন বলেও জানান তাজুল ইসলাম।
এদিকে গেলো বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ১৫ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছেন ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ মার্চ একদিনের জন্য সময় দেয়া হয়েছে।
বাইরের কারো বক্তব্য নিয়ে ট্রাইব্যুনালে অতিরিক্ত চাপ না দেয়ার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর জানান, তাড়াহুড়ো করে বিচারকাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কোনো রাজনীতিবিদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না।