১৫ বছর ধরে গুলিস্তানে খাবার বিক্রি করেন রেহেনা। ক্রেতাদের প্রায় সবাই খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ। সেহরি কিংবা রাতের খাবারে, জনপ্রতি ভরপেট খরচ হয় মাত্র ৫০-৬০ টাকা।
ঢাকা মেডিকেলের সামনের খোলা ভাতের হোটেলের চিত্র এটি। মাছ, মাংস কিংবা সবজি, সব খাবারই মিলেছে এখানে। যেখানে সেহরি খেলে জন প্রতি খরচ ৮০ টাকা থেকে শুরু।
রমজান ঘিরে নগরীর ছোট বড় রেস্তোরাগুলোতে দেখা গেছে বাড়তি প্রস্তুতি। যদিও প্রথম সেহরিতে মানুষের উপস্থিতি ছিল কম। তবে দিন দিন বিক্রি বাড়বে বলে প্রত্যাশা হোটেল-রেস্তোরা সংশ্লিষ্টদের।
রেস্তোরা মালিক এবং ক্রেতারা বলছেন- ক্রমাগত পণ্যের মূল্য বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার।