ক্রেতা-ভোক্তার ভিড় বাড়ার প্রত্যাশা
সেহরিতে রাজধানীর সুলভ খাবারের দোকানেও রয়েছে নানা খাবারের আয়োজন। যদিও প্রথম সেহরিতে উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে ধীরে ধীরে সেহরিতে ক্রেতা-ভোক্তার ভিড় বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের।