এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যমুনার সামনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখেন নাহিদ।
মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন এ দলে আহ্বায়ক হিসেবে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের থাকার কথা রয়েছে।
গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছিল। গুঞ্জনের এ খবর দফায় দফায় প্রকাশ হয়েছে, তবে প্রেস উইং কিংবা নাহিদ এটিকে গুজব হিসেবে মন্তব্য করেছেন।
গত রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সে সময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না।
এর পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। যদিও পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে তিনি জানান, এখনও পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।
তবে এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপদেষ্টা নাহিদ নিজেই জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম।