আল্পনায় একুশ; শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত শহীদ মিনার

দেশে এখন
0

আল্পনায় একুশ। পিচ ঢালা এই পথ যেন এক টুকরো ক্যানভাস। রঙ তুলির পরশে ফুটে উঠছে অমর একুশের আবহ। লাল-কালো আর সাদার যৌথতায় বাহান্নর গল্পগাঁথা। ভাষা শহীদদের আত্মদান, শোক আর শান্তির মিশেলে গৌরবময় স্মৃতি তুলে ধরতেই রঙিন এই আঙিনা।

ভাষা আন্দোলনের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা আর সাজ সজ্জায় ব্যস্ত সময় পার করছেন চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একজন বলেন, ‘এখানে অংশগ্রহণ আমার কাছে একদম স্বপ্নের মতো লাগছে। আমি নিজে যতটুকু পারছি ততটুকু নিজেকে সময় দেয়া চেষ্টা করছি।’

আরেকজন বলেন, ‘সকলে মিলে কাজ করছি প্রায় ৩২০ জন শিক্ষার্থী এখানে রয়েছে। আমরা এই কাজটা প্রতিবছরই করি।’

৫২'র ভাষা আন্দোলনের চেতনা আর ২৪ এর গণঅভ্যুত্থানের প্রেরণাকে ধারণ করেই পালিত হবে এবারের একুশে ফেব্রুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিন বলেন, আল্পনার ক্ষেত্রে বা কালারের ক্ষেত্রে অর্থবহ করবার জন্য। যেমন লাল একটা বিপ্লবের রঙ হিসেবে চিনি। সাদা সুভ্রতার হিসেবে আর কালো শোক। শোক ও বিপ্লব মিলিয়ে এবারের আলপনা।

পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে রয়েছে কিছুটা ভিন্নতা। রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করে প্রস্থানের পর প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা।

ঢাবি প্রক্টর বলেন, ‘এবছর একটু ব্যতিক্রম হবে। এবছর রাষ্ট্রপতি এসে ফুল দিয়ে চলে যাবে। এরপর প্রধান উপদেষ্টা এসে ফুল দিয়ে চলে যাবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কোনো কিছু দেখছি না ২১ ফেব্রুয়ারি নিয়ে।’

এদিকে, শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের নিরাপত্তায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেয়া হয়েছে। সন্ধ্যা ৫ ও রাত ৮ থেকে নিরাপত্তায় নিয়োজিত থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসাররা। আগামীকাল দুপুর ২ টা পর্যন্ত আমাদের ফোর্স ও অফিসাররা পুরো এলাকার দায়িত্বে থাকবে।’

শোক আর প্রাপ্তির একুশকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ আর তার চেতনাকে সঙ্গী করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা প্রজন্মের।

ইএ

BREAKING
NEWS
2