আল্পনায় একুশ। পিচ ঢালা এই পথ যেন এক টুকরো ক্যানভাস। রঙ তুলির পরশে ফুটে উঠছে অমর একুশের আবহ। লাল-কালো আর সাদার যৌথতায় বাহান্নর গল্পগাঁথা। ভাষা শহীদদের আত্মদান, শোক আর শান্তির মিশেলে গৌরবময় স্মৃতি তুলে ধরতেই রঙিন এই আঙিনা।