সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিউলি আক্তার মারা গেছেন

দেশে এখন
0

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউলি আক্তার নামের একজন মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আগুনে শিউলির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনায় এখনও আশঙ্কাজনক ৮ জনসহ ১০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

ভর্তি রয়েছে শিউলির দুই ছেলে ও স্বামীও। এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়।

ইএ