বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

দেশে এখন
0

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল (সোমবার, ৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালে আয়োজিত ঈদমেলায় অস্থায়ী ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, আহতদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ।

এদের মধ্যে সাগর নামে একজনের শরীরের ১১ শতাংশ এবং নয়নের ৭ শতাংশ পুড়ে গেছে। বাকীদের সাধারণ চিকিৎসা দেয়া হয়েছে।

এসএস