চালকদের দাবির মুখে থ্রি-হুইলার নিষেধাজ্ঞা বাতিল করলো বিআরটিএ

দেশে এখন
0

রাজধানীতে বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ-বিক্ষোভে জনভোগান্তি এড়াতে ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করেছে বিআরটিএ। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনের ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এর আগে আজ সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা।

এতে, সড়কে চলাচল করা বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ সব ধরনের যানচলাচল কোথাও ধীর আবার কোথাও বন্ধ হয়ে যায়।

এসময় যানজটে দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। তারা বলছেন, কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সব সমস্যার সমাধান করলে জনগণের ভোগান্তি কমবে।

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

ইএ