ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ইটিভি ভবনের আগুন

দেশে এখন
0

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন (ইটিভি) ভবনের আগুন ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় ৯টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু'টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর টাওয়ার নামের ১১ তলা ভবনের নিচ তলার কফি হাউজে এ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। তবে পুরো কফি হাউজ পুড়ে গিয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, রাত ৮টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটির ২টি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ৮টা ৫৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হন তারা।

বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসএস