ভালুকায় আগুনে পুড়েছে তিন একর বন

এখন জনপদে
0

আগুনে পুড়েছে ময়মনসিংহের ভালুকার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় তিন একর বনভূমি গাছপালা ও বেত বাগান। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার কিছু আগে আগুন লাগলে নেভানো চেষ্টা করে বন বিভাগের কর্মীরা। আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানায়, ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীন চানপুর গ্রামের সংরক্ষিত বনভূমিতে আগুন লাগে। শুকনো পাতার স্তূপে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন লাগার বিষয়টি জানতে পারে বন বিভাগের কর্মীরা।

পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বনে গজারি ও সেগুন গাছের নিচে বেত বাগানের ভেতরে শুকনো পাতার আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। রাত ৮ টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, কী কারণে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। শুকনো পাতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বন বিভাগের ভালুকার আঙ্গারগারা বিটের কর্মকর্তা মাজহারুল হক সাংবাদিকদের জানান, পুড়ে যাওয়া বনে গজারি ও সেগুন বাগান ছিল। নিচে ছিল ছোট ছোট নানা জাতের গাছ ও বেত বাগান। পুরো বন জুড়েই ছিল শুকনো পাতার স্তর। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কোনো দুষ্কৃতকারী আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। আগুনে অন্তত তিন একর বনভূমির বেত বাগান ও ছোট গাছ পুড়েছে। এ বিষয়ে আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান তিনি।

ইএ