পবিত্র শবে বরাত: ইবাদত-বন্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা

দেশে এখন
0

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপমোচন আর ভবিষ্যতের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন তারা।

মুসলিমদের ফরিয়াদ সব পাপ মোচন আর সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য।

পবিত্র লাইলাতুল বরাত, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে মুসলমানদের নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। তাই মসজিদে মসজিদে নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের আকুতি।

মসজিদে নামাজ পড়তে আসা একজন বলেন, 'আমরা মহান স্রষ্টার কাছে বিড়গত দিনের গুনাহ মাফ চেয়েছি। এবং রহমত কামনা করেছি।'

মসজিদে নামাজ পড়তে আসা অন্য একজন বলেন, 'দোয়া করেছি যেন সমগ্র মানুষ, সবাই মিলে আমরা সুখে-শান্তিতে বসবাস করতে পারি।'

বরকত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে ব্যস্ত মুসল্লিরা।

একজন মুসলিম বলেন, 'বাকি রাতটা আমরা লায়লাতুল বরাতের নামাজ পড়বো। জিকির করবো, দরুদ শরীফ করবো।'

পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে এক ওয়াজ-মাহফিলে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন মুসলমানদের ঐক্য বজায় রাখতে আহ্বান জানান।

আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, 'পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা মজলুম, তাদের জন্য দোয়া করবেন। দুনিয়ার সকল মুসলমান যে একসাথে থাকতে পারি সে দোয়াও আল্লাহর কাছে আমরা করবো।'

সবার উপর সর্বশক্তিমান আল্লাহর করুণা বর্ষিত হোক- শবে বরাতের পবিত্র রাতে ধর্মভীরু মুসলমানদের এমনটাই কামনা।

এসএস