পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে জমজমাট শাহবাগের ফুল বাজার

দেশে এখন
0

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে জমজমাট শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজার। সারা রাতই দূরদূরান্ত থেকে আসেন অনেকে, প্রিয়জনের জন্য কিনে নেন প্রিয় ফুল। তারা বলছেন, বসন্ত দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুলের বিকল্প নেই। এদিকে, এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। যদিও একুশে ফেব্রুয়ারি ঘিরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের।

পূর্ণিমার আলো হৃদয়ের গভীর অনুভূতিকে স্পর্শ করে। এই আলো যেন ভালোবাসার স্নিগ্ধ বার্তা নিয়ে আসে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস তো কেবল উপলক্ষ মাত্র, প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করা যায় সারাবছর সারাক্ষণ। আর সে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ফুল।

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস উপলক্ষ দিন পেরিয়ে শুক্রবার মধ্যরাতেও তাই শাহবাগের ফুলের দোকানগুলোতে ছিল ভিড়। প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুল কিনতে আসেন তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ।

রাত বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে শাহবাগের পাইকারি ফুলের বাজারেও। এখান থেকে ফুল কিনতে আসা ক্রেতাদের কেউ কেউ পেশাদার ফুল ব্যবসায়ী হলেও বেশিরভাগই মৌসুমি ফুলের ব্যবসায়ী।

বিক্রেতারা বলছেন, গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাসহ নানা ফুলের কদর বাড়লেও একই দিনে দুই দিবস এবং ফুলের উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় এবার দাম ও বেচাকেনা কম।

গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা বিক্রেতাদের।

এএম