পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে জমজমাট শাহবাগের ফুল বাজার
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে জমজমাট শাহবাগের পাইকারি ও খুচরা ফুলের বাজার। সারা রাতই দূরদূরান্ত থেকে আসেন অনেকে, প্রিয়জনের জন্য কিনে নেন প্রিয় ফুল। তারা বলছেন, বসন্ত দিনে প্রিয়জনের প্রতি ভালোবাসা নিবেদনে ফুলের বিকল্প নেই। এদিকে, এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। যদিও একুশে ফেব্রুয়ারি ঘিরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের।