ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রবাস
দেশে এখন
0

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে রাতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দিনের সফরে আলোচনায় বসবেন বিশ্ব নেতাদের সঙ্গে। তুলে ধরবেন বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের ভিসা জটিলতা নিরসন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে তার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আজাদ মজুমদারসহ একটি প্রতিনিধি দল।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সম্মেলনে বক্তব্য রাখবেন ড. ইউনূস। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা ও বিভিন্ন ইস্যুতে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এবারের সম্মেলনের মূল আকর্ষণ ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসীদের ভিসার জটিলতা নিরসন নিয়ে আলোচনায় জোর দেবেন প্রধান উপদেষ্টা।

স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি। এসময় আরও উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি।

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বিশ্বের অন্তত ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা অংশ নেবেন সম্মেলনে।

এএইচ