ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে রাতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দিনের সফরে আলোচনায় বসবেন বিশ্ব নেতাদের সঙ্গে। তুলে ধরবেন বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের ভিসা জটিলতা নিরসন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।