শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের কারণে হুমকি

দেশে এখন
0

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের কারণে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে শহীদ সেনা পরিবারের সদস্যরা। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) সকালে রাওয়া ক্লাবে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। এসময় জেলের ভেতর বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্যও উন্মোচনের দাবি জানান তারা।

২০০৯ সালে আওয়ামী লীগ শাসনামলে বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন পিলখানায় শহীদ সেনাসদস্যের স্বজনরা। নিহত সেনাকর্মকর্তাদের পরিবারের ২০ জন সদস্য এই অভিযোগ জমা দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে শহীদ সেনাসদস্যের পরিবারের উপর হুমকি আসছে বলে অভিযোগ করেছে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন।

বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, 'আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম সেখানে যে ওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা অন্ততপক্ষে অনলাইনে যথেষ্ট তৎপর। মূলত তাদের তরফ থেকেই হুমকিস্বরূপ আচরণ আমরা পাচ্ছি।'

পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেনো ছাড় না পায় সে দাবিও জানায় সংগঠনটি। আর কারাগারে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহেরীন ফেরদৌসী বলেন, 'আমরা ১৬ বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি। আশা করছি যে এবার কমিশন আমাদের ভালো একটা রেজাল্ট দিবেন।'

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা।

এসএস