অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন ইস্যু। বিভিন্ন মহল থেকে বড় পরিসরে সংস্কারের কথা বললেও দ্রুত সময়ে নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল।
এমন প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসে ইউএনডিপি ও ১৭টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলিয়েন জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা।
পরে ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন ধরেই কাজ করছে নির্বাচন কমিশন।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টা তার ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে, অল্প পরিমাণ সংস্কারসহ নির্বাচন করতে হয় সেখানে গিয়েই রাজনৈতিক মতৈক্য দাঁড়ায় সেক্ষেত্রে এ বছরের শেষ বা ডিসেম্বর নাগাদ বা ২০২৫ এ নির্বাচন হবে। আর যদি আরেকটু সংস্কারের সুযোগ দেয়া হয় তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন হতে পারে।
তিনি বলেন, ‘আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন এক সাথে করা সম্ভব নয়। অতীতে দেখা গেছে ফেইজের মাধ্যমে জাতীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছরের মতো সময় লেগে যায়।’
স্থানীয় নির্বাচন আগে হলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি।