তিনি বলেন, ‘ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে প্রফেসর ইউনূস বলেছেন, যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে। যেকোনো ভাবে হোক তাদের আইনের আওতায় আনতে হবে।’
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘টাকা পাচারের সঙ্গে জড়িত ১২ জন অলিগার্ককে চিহ্নিত করেছে সরকার। টাকা পাচারের পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। স্পেশাল টাস্ক ফোর্স কাজ করছে।’
তিনি বলেন, ‘বিদেশে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনতে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার।’ এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব বাহিনীর প্রধানদের সমন্বয়ে সমন্বিত কমান্ড সেন্টার কাজ করবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘৬ মাসে ২৩ শতাংশ প্রবাসী আয় বেড়েছে। এছাড়া ৪ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণ করা হয়েছে।’ গত ৫ বছরের মধ্যে এ ৬ মাসে সবচেয়ে কম খুন হয়েছে বলেও জানান।