আবারো সংঘর্ষে আইডিয়াল-সিটি কলেজ শিক্ষার্থীরা

দেশে এখন
0

আইডিয়াল কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জের ধরে আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের শুরু হয়েছে বলে দাবি করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

আইডিয়াল কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জের ধরে আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের শুরু হয়েছে বলে দাবি করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

তবে সিটি কলজের শিক্ষার্থীরা এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। আইডিয়ালের শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই দুই কলেজের মধ্যে উত্তেজনা চলছিলো।

রোববার বিকেলে শুরু হয় সংঘর্ষ। এরপর চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাকেও পরিস্থিতি বেগতিক হবার কারণ হিসেবে বলছেন তারা।

পুলিশ বলছে, বলপ্রয়োগে নয়, কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক করতে চান পরিস্থিতি। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংঘর্ষের কারণে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশেপাশের সড়কে দেখা দেয় যানজট।

ইএ