ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন এখন ধ্বংসস্তূপ। চারদিন ধরে চলছে দেয়াল ভাঙা, রড ও স্ক্রাব অপসারণ।৬৭৭ নম্বর বাড়িটির যতটুকু অবশিষ্ট আছে তাতে হাতুড়ি, শাবল চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বলছেন এ বাড়ির শেষ চিহ্ন ধুলোয় মিশিয়ে দিবেন তারা।
আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাড়িটির সামনে জড়ো হতে থাকে উৎসুক জনতা। ঝুঁকিপূর্ণ অবস্থাতেও ভবনের বিভিন্ন তলায় উঠে ঘুরে দেখছেন অনেকে। কেউবা সংরক্ষণ করছেন অপশাসনের স্মৃতিচিহ্ন।
সীমানার ভেতর নতুন একটি ভবনের বেসমেন্ট ঘিরে দেখা যায় কৌতূহল। আয়নাঘর সন্দেহে চলে তল্লাশি। দাবি উঠেছে তদন্তের।
৫ ফেব্রুয়ারি গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক সরকারপ্রধান শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারমূলক বক্তব্য রাখলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
স্বৈরাচার পুনর্বাসনের সব পথ বন্ধ করতেই আওয়ামী লীগের আঁতুড় ঘরে হাতুড়ি চালানো হয় বলে জানায় ছাত্র জনতা।