বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি। এমন গুজবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪০ থেকে ৫০ জনের একটি দল ছুটে যায় সেখানে।
পরে গাজীপুর এলাকায় মাইকিং করে এলাকাবাসী হামলা চালায় শিক্ষার্থীদের উপর। এ ঘটনায় আহত ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানায় প্রকৃত ঘটনা।
আহত শিক্ষার্থীদের মধ্যে ১১ জনের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছে বলে জানিয়েছে পরিচালক। কি অবস্থা তাদের?
শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি এ সময় কথা বলেন আহত শিক্ষার্থীদের সাথে। শোনেন কি ঘটেছিলো গাজীপুরে।
পরে আইসিইউতে থাকা শিক্ষার্থীকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহত ৭ শিক্ষার্থীর মধ্যে ৩ জন ছাড়া সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।