নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত মিজান মিয়ার মেয়ে শিউলি আক্তার (৪০) ও তার ভাতিজি তাবাসসুম আক্তার (৫)। তারা গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির গাজীপুর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শিউলি আক্তার ও তার ভাতিজি তাবাসসুমের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত চালকসহ দুই যাত্রীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) রবিউল হাসান জানান, নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।