আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে একদল যুবক ছাত্র–জনতা পরিচয়ে নগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বলে গুঞ্জন রটে। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
একপর্যায়ে আ ক ম মোজাম্মেল হকের স্বজন ও তার অনুসারীরা বাড়িটি ঘিরে ফেলে হামলা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
হামলার প্রতিবাদে শুক্রবার রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, ‘সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এমন সংবাদ শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে বেশ কয়েকজনকে জখম করে।’
এদিকে হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে রাত পৌনে ৪টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সারজিস আলম। এ সময় তারা আহতদের খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার আশ্বাস দেন।