পাটুরিয়ায় পন্টুন থেকে পড়ে নিখোঁজ, দুই ঘণ্টা পর মিলল মরদেহ

এখন জনপদে
দেশে এখন
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে নদীতে পড়ে নিখোঁজের দুই ঘণ্টা পর ডিম বিক্রেতা গোলাপ শেখের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাপ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফেরিতে ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, জন্মগতভাবে মৃগী রোগে আক্রান্ত গোলাপ শেখ পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের পন্টুনে বসেছিলেন। হঠাৎ তিনি নদীতে পড়ে যান এবং পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

পাটুরিয়া নৌবন্দর ফায়ার সার্ভিস ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, 'বিকেল পৌনে ৫টার দিকে গোলাপ শেখের পানিতে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল উদ্ধার অভিযানে নামে। পাঁচজন ডুবুরি দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টা ১৮মিনিটে ফেরিঘাট থেকে প্রায় ১০০ ফুট দূরে, ২০ ফুট পানির গভীরে তার নিথর দেহ খুঁজে পান।'

পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এসএস