প্রজ্ঞাপনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের সরকার যে মূল্য পরিশোধ করবে, তা থেকে সোর্স ট্যাক্স বা আয়কর নেয়া হবে না।
এছাড়া চিকিৎসকদের বিমান ভাড়া, তারা যেসব হোটেলে থাকবেন, খাবেন কিংবা যেসব ক্ষেত্রে মূল্য পরিশোধ করবেন, সে আয়ের ওপর ওই ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হবে না। অর্থাৎ পরিশোধিত মূল্যের অর্থ পরিমাণ কমে আসবে।
এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারি) এক আদেশে চিকিৎসকদের থাকা খাওয়ায় ব্যয়ের ওপর ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। এতে সব আয় ব্যয়ের ওপর ভ্যাট-ট্যাক্স মুক্ত সুবিধা পেলেন চিকিৎসকরা।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়কে ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।