আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিতুমীর কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের নামে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে। তার কোনো ভিত্তি নেই শিক্ষার্থীদের কাছে।'
শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিকে প্রত্যাখান করে এই শিক্ষার্থী আরো বলেন, 'অধিভুক্ত ৬ কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে। এতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। তবে তিতুমীরকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। অন্যথায় আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।'
এসময় আন্দোলনে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।