ইজতেমার দ্বিতীয় দিন: ইবাদত বন্দেগি, বয়ান, জিকিরে মুখর তুরাগ তীর

0

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ইবাদত বন্দেগি, বয়ান, জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় আমল। বাদ ফজর আম-বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। পরে তালিমের আমল চলে খিত্তায় খিত্তায়। ৬৪ জেলার জন্য গঠন করা হয় চিল্লার সাথী।

যতটুকু দৃষ্টি তার সবটা জুড়ে তাঁবুতে ঢাকা। দ্বিতীয় দিনেও আমল, নসিহত ও তাশকিল এর মধ্যদিয়ে ৫৮ তম বিশ্ব ইজতেমার ময়দানে দিনের প্রথম ভাগের বয়ান শুরু হয়। ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে এতে অংশ নেন তাবলীগ জামায়াতের মুরুব্বি, চিল্লার সাথীরা।

প্রথম পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পরপরই হালকা বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। চলে জিকির, দ্বীনি আলোচনা। মুসুল্লিদের বোঝানো হয় নামাজ, রোজা , হজ, যাকাত, শাহাদাতের গুরুত্ব।

মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নেয়ায় মজবুত হয় ঈমান। আল্লাহর একত্ব ও মুহাম্মদ এর নবুওয়াতে ওপর বিশ্বাস স্থাপন সহজে কায়েম করা যায়।

এদিন দুপুরে বাদ জোহরের নামাজ আদায় করেন ৭-৮ লাখ মুসুল্লি। নামাজের পর পুরোনো ঐতিহ্য অনুসরণ করে তরুণ-তরুণীদের যৌতুক বিহীন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, মহানবী বিশ্বের সবাইকে ইসলামের দিকে আহ্বান করেছেন। এখান থেকে বের হয়ে প্রত্যেকের নিকট নবীর রেসালত পৌঁছে দেওয়া হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ময়দানে এখন পর্যন্ত ৩ জন মুসুল্লি ইন্তেকাল করেছেন। ৭২ টি দেশ থেকে ৩ হাজারের অধিক বিদেশি মেহমান এসেছে এবারের ইজতেমায়।

এএম