টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ইবাদত বন্দেগি, বয়ান, জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় আমল। বাদ ফজর আম-বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। পরে তালিমের আমল চলে খিত্তায় খিত্তায়। ৬৪ জেলার জন্য গঠন করা হয় চিল্লার সাথী।