প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে নারী এবং পুরুষ সবার জন্য সমানভাবে পূর্ণ অধিকার নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
কেউ নারীদের অধিকার লঙ্ঘন করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের প্রচেষ্টার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে সরকার।
প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে, স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।
সরকার গত এক মাসে ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের আয়োজন করে। যেখানে প্রত্যন্ত জেলা, উপজেলায় হাজার হাজার মেয়ে, ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নেয়।