আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, ভোলার সাবেক সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর ৫১ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ ব্যাংক একাউন্টে ২০৮ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
এদিকে ২০১০-১১ অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম।