জাতীয়করণের দাবিতে ৫০ হাজার ইবতেদায়ি শিক্ষক নিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি

দেশে এখন
0

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণ না হলে ৫০ হাজার শিক্ষক নিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি ইবতেদায়ি শিক্ষকদের। আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রাজধানীর শাহবাগে অবস্থান ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা।

রাজধানীর শাহবাগে অবস্থান ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১০ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।

শুরুতে ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি জমা দিতে গেলে রোববার পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে এ অবস্থান কর্মসূচি জাতীয়করণের ১ দফা দাবি ঘোষণা করেন শিক্ষকরা। গতকাল এ দাবি পূরণের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি বলে জানান তারা।

দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি থেকে পিছু পা হটবেন না বলেও জানান।

ইএ