রাজধানীর শাহবাগে অবস্থান ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১০ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।
শুরুতে ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি জমা দিতে গেলে রোববার পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে এ অবস্থান কর্মসূচি জাতীয়করণের ১ দফা দাবি ঘোষণা করেন শিক্ষকরা। গতকাল এ দাবি পূরণের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি বলে জানান তারা।
দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি থেকে পিছু পা হটবেন না বলেও জানান।