রেল যোগাযোগ বিঘ্ন: বিআরটিসি বাস চালুর ঘোষণা রেল মন্ত্রণালয়ের

দেশে এখন
0

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ধর্মঘটের পর এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ২০ টির বেশি ট্রেন যাত্রা বাতিল হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বরা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা।

রেলের রানিং স্টাফরা জানান, বাড়তি কাজের ভাতা ও সুবিধা সীমীত করার সিদ্ধান্ত বাতিলসহ বেশ কিছু দাবিতে গেল ৪ বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা। 

তবে প্রতিবারই তাদের আশ্বস্ত করা হলেও দাবি মানা হয়নি বলে জানান তারা। রানিং স্টাফরা বলেন, তাদের ভাতা পাওয়ার তাদের এই অধিকার ফিরিয়ে দেয়া না হলে অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে। —সংবাদ বিজ্ঞপ্তি

ইএ