রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ

দেশে এখন
0

মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বন্ধ আছে সারাদেশের ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে যাত্রীরা।

রেলের রানিং স্টাফরা জানান, বাড়তি কাজের ভাতা ও সুবিধা সীমীত করার সিদ্ধান্ত বাতিলসহ বেশ কিছু দাবিতে গেল ৪ বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা। 

তবে প্রতিবারই তাদের আশ্বস্ত করা হলেও দাবি মানা হয়নি বলে জানান তারা। রানিং স্টাফরা বলেন, তাদের ভাতা পাওয়ার তাদের এই অধিকার ফিরিয়ে দেয়া না হলে অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে। 

এদিকে, রেলপথ মন্ত্রণালয় দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানালেও সাড়া দেননি আন্দোলনকারীরা। 

তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি স্পষ্ট করে চিঠি দিতে হবে।

ইএ