রেলের রানিং স্টাফরা জানান, বাড়তি কাজের ভাতা ও সুবিধা সীমীত করার সিদ্ধান্ত বাতিলসহ বেশ কিছু দাবিতে গেল ৪ বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা।
তবে প্রতিবারই তাদের আশ্বস্ত করা হলেও দাবি মানা হয়নি বলে জানান তারা। রানিং স্টাফরা বলেন, তাদের ভাতা পাওয়ার তাদের এই অধিকার ফিরিয়ে দেয়া না হলে অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে।
এদিকে, রেলপথ মন্ত্রণালয় দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানালেও সাড়া দেননি আন্দোলনকারীরা।
তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি স্পষ্ট করে চিঠি দিতে হবে।