ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ (সোমবার, ২৭ জানুয়ারি) পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত।
৭ কলেজের শিক্ষার্থীদের উপর ঢাবি শিক্ষার্থী ও পুলিশের হামলা ৫০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
এই ঘটনায় নিউ মার্কেট জোনের এসি ও ওসিকে শাস্তির আওতায় আনার দাবি তাদের।
ঢাকা বিশ্বিদ্যালয়ের উপ-উপাচার্যের আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার পদত্যাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমা চাওয়ার আহ্বান জানান ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
৪ ঘণ্টার মধ্যে ৬ দফা দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।