তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন।’ দেশে চীনের হাসপাতাল নির্মাণে পূর্বাচলে জায়গা দেয়া হবে বলেও জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কুনমিং চিকিৎসার বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২/৩টি হাসপাতাল ঠিক করা হচ্ছে। ভিসা সহ অন্যান্য বিষয় সহজ করা হচ্ছে।’
তৌহিদ হোসেন বলেন, ‘তিস্তা এমওইউ নবায়নে আরও নতুন দুটি পয়েন্ট যুক্ত করা হবে ও এজন্য দু পক্ষ প্রায় একমত হয়েছে।’
এছাড়াও চীনা ঋণের সুদহার ৩ শতাংশের মত, তবে তা আরো কমানো এবং পরিশোধের সময়সীমা ৩০ বছর করার অনুরোধে বেইজিং ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এর সাথে বৈঠকে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও অর্থায়নের বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান এ উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ব্রহ্মপুত্র নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। এছাড়াও দুই দেশ জিডিআইয়ের বিষয়ে একমত পোষণ করেছে।
এসময় উপদেষ্টা বলেন, ‘ইউএস এইড ফান্ডিং ৯০ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা নিয়ে নতুন করে বলার কিছু নেই।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নতুন বাস্তবতা নিয়ে চলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন কোনো ঘোষণা বা সিদ্ধান্ত আসলে সে অনুযায়ী এগিয়ে যাবার কৌশল প্রস্তুত রাখতে হবে।’