রোববার রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় রিজওয়ানা হাসান আরো বলেন, ‘এই বছরে ডিসেম্বর থেকে ২৬ এর জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও বিচার প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে সরকার। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কারা করবে না তা রাজনৈতিক সিদ্ধান্ত।’
তিনি বলেন, ‘ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে। তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্ন নেই। কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এসব ভুল তথ্য ছড়াচ্ছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।’