কোনো উপদেষ্টা রাজনীতি করতে চাইলে সরকারের পদ ছেড়েই তা করতে হবে। সরকারে থেকে কেউ রাজনৈতিক দল করছে, বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি।’ জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।