আজ সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম 'কর্নেল অব দি রেজিমেন্টে'র অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭ তম কর্নেল অব রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান। অভিবাদন নেয়ার পর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হচ্ছে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
তিনি বলেন, ‘আমি আশা করবো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্বের সাথে পালন করবে। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্য দেশের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে।’
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযানিক সক্ষমতা বাড়িয়ে এটিকে যুদ্ধের জন্য আরও অব্যর্থ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি।
তিনি বলেন, ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যুদ্ধে আরও কার্যকর ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে। দেশীয় অস্ত্রশিল্পকে বিকশিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে।
অনুষ্ঠানে সেনাসদর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন।