এখন জনপদে
দেশে এখন
0

সীমান্তের সমস্যা বিজিবি-বিএসএফের সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে

সীমান্তের শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যেকোনো সমস্যা বিজিবি-বিএসএফের সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে। আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ-বিজিবির বৈঠক এই সিদ্ধান্ত হয়।

সীমান্ত নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো, স্থানীয় জনগণের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার বিষয়েও একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ অন্যরা।

এসএস