সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তার ঠিক আগে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা ও জার্মানির ফেডারেল চ্যান্সেলারি প্রধান এবং ফেডারেল মন্ত্রী উলফগ্যাং শ্মিটের সাথে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে বিশ্বনেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, ঐকমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে। যা জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।
বৈঠকে দেশগুলোর সাথে বৃহত্তর ব্যবসায়িক সংযোগে তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানান তিনি। এর আগে জার্মানির চ্যান্সেলর, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।