আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) বেলা ১১টায় মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেজগাঁও রেলগেটের আশপাশে থাকা কাঁচাঘর, দোকানপাট, ও গোডাউনসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবৈধভাবে বসবাস করছিল দখলদাররা।
গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণ বিজ্ঞপ্তি জারি করা হলেও কোনো কাজ হয়নি।
ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
অন্যদিকে দখলদারদের দাবি, তাদের সরে যাবার ন্যূনতম সময়ও দেয়া হয়নি।