শিক্ষা
দেশে এখন
0

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা। এবার আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জনের বেশি। মানসম্মত প্রশ্নের কথা বললেন ভর্তিচ্ছুরা। সাধারণ জ্ঞান অংশে শহীদ আবু সাঈদকে নিয়েও আসে প্রশ্ন। স্বাস্থ্য উপদেষ্টা জানান, তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল মেডিকেল কলেজের সাথে একীভূত করার কথা।

এইচএসসি পরীক্ষা চলাকালে জুলাই আন্দোলনে পরিস্থিতি অনুকূলে না থাকায় বারবার স্থগিত হয়। শেষমেশ অর্ধেক পরীক্ষা আর দেয়াই হয়নি তাদের। সেই পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস হলেও তাদের মেডিকেল পরীক্ষা পুরো সিলেবাসেই।

শুক্রবার সকাল থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন কেন্দ্রে আসতে থাকেন ভর্তিচ্ছুরা। এতে কেন্দ্রের আশপাশে তৈরি হয় সাময়িক যানজট। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, দক্ষ চিকিৎসক তৈরির জন্য তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল মেডিকেল কলেজের সাথে একীভূত করার চিন্তা করছে সরকার। একই সাথে এতে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাড়ানোর কথাও তিনি বলেন।

৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি বেসরকারি মেডিকেলে ৬ হাজারের বেশি আসন। যেখানে এবার আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১ শিক্ষার্থী। সে হিসেবে এবার ১টি আসনের বিপরীতে ২৫ জনের বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছে। দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে এটি অনুষ্ঠিত হলো।

এছাড়া ময়মনসিংহের ৩টি, চট্টগ্রামের ৫টি, বরিশালের ২টি এবং সিলেটের ৩টি ভেন্যুতেও দেখা গেছে পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে এসব কেন্দ্রের পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলেন মানসম্মত প্রশ্নের কথা। জানান, সাধারণ জ্ঞান অংশে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসার কথা।

এএইচ