ক্রিকেট
এখন মাঠে
0

ক্রো-থর্প ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

ক্রো-থর্প ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের প্রতি সম্মান জানিয়ে এই ট্রফির নামকরণ করা হয়েছে।

ট্রফিটি তৈরি করা হয়েছে দুই সাবেক গ্রেট ক্রিকেটারের ব্যবহৃত ক্রিকেট ব্যাট থেকে। কাঠ দিয়ে বানানো ট্রফিটির নকশা করেছেন ডেভিড গাওয়াটি। সম্প্রতি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ট্রফির ডিজাইন ও করেছেন তিনি।

দুই পরিবারের পক্ষ থেকে উপহার পাওয়া ব্যাটের অংশ দিয়ে তৈরি হয়েছে ট্রফিটি। এর মাঝে ১৯৯৪ সালে লর্ডসে এই ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছেন ক্রো।

অপরদিকে ১৯৯৭ সালে এই কোকাবুরা ব্যাট দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর দুই ম্যাচে শতক হাঁকান থর্প। আগামী বৃহস্পতিবার হ্যাগলি-ওভালে ক্রো-থর্প ট্রফির উন্মোচন করবে মার্টিন ক্রোর বোন ডেভ ক্রো। সাথে উপস্থিত থাকবেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আর্থারটন।

এএইচ