শিক্ষা
দেশে এখন
0

‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’

দক্ষ চিকিৎসক তৈরির জন্য তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল মেডিকেল কলেজের সাথে একীভূত করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দক্ষ চিকিৎসক তৈরির জন্য তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল মেডিকেলের সঙ্গে একীভূত করার চিন্তা করা হচ্ছে।’

একই সাথে মেডিকেল কলেজগুলোতে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষক নিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি কলেজে ৫ হাজার ৩৮০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ শিক্ষার্থী।

দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলেন মানসম্মত প্রশ্নের কথা।

এএইচ